কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় ফেসবুকের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯

গবেষকদের জন্য নতুন বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে এলো ফেসবুকের অভিভাবক মেটা। সম্প্রতি তাদের পক্ষ থেকে এমনই একটি ঘোষণা দেওয়া হয়েছে বালে জানায় সংবাদ মাধ্যম রয়টার্স। এটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের কোর সফটওয়্যার— যা এআই এর প্রতিযোগিতাকে আরও বেগবান করবে। এতে বড় টেক প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তিকে পণ্যের সঙ্গে একত্রিত করতে পারবে, যেন তা বিনিয়োগকারীদের আগ্রহী করে।


একটি ব্লগে প্রতিষ্ঠানটি জানায়, তাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মেটা এআই বা সংক্ষেপে এললাএমএ নন-কমার্শিয়াল লাইসেন্সেসে রিসার্চারদের জন্য পাওয়া যাবে এবং এর সত্তা সরকার, সুশীল সমাজ এবং শিক্ষার সঙ্গে সংযুক্ত থাকবে।


ডি. এ. ডেভিডসনের সফটওয়্যার বিশ্লেষক গিল লরিয়া বলেন, ‘মেটার এই সাম্প্রতিক ঘোষণায় বোঝা যাচ্ছে— তারা তাদের জেনারেটিভ এআই  ক্ষমতার পরীক্ষার একটি ধাপ পার করলো। যেন ভবিষ্যতে তারা এটা দিয়ে তাদের পণ্যের ওপর প্রয়োগ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘জেনারেটিভ এআই কৃত্রিম বুদ্ধিমত্তার একটি নতুন অ্যাপ্লিকেশন এবং এ বিষয়ে মেটার অভিজ্ঞতা কম। কিন্তু এটা পরিষ্কার যে, তাদের ভবিষ্যৎ ব্যবসার জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us