২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ঘুম ভাঙে রাশিয়ার আগ্রাসনের সহিংস শব্দে। সেই আক্রমণের এক বছর পূর্ণ হলো শুক্রবার। যুদ্ধ এখনো চলছে। রক্তপাত ও অশ্রুপাত অব্যাহত। জাতিসংঘের তথ্যমতে, রুশ আগ্রাসনের প্রথমদিন এক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পালাচ্ছে মানুষ।
ইউক্রেন সরকার জানিয়েছে, যুদ্ধে নিহত হয়েছেন ২৩০ জনেরও বেশি ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সাপোর্ট স্টাফ। আহতের সংখ্যাও কম নয়। ২৮ জনকে ধরে নিয়ে গেছে রুশ সেনারা। চারজন নিখোঁজ।