প্রায় দেড় বছর আগে স্প্যানিশ টুর্নামেন্টের ম্যাচ নিয়ে ৩০ হাজার ইউরো (বাংলাদেশি ৩৪ লাখ) বাজি ধরেছিলেন বেশ কয়েকজন। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, মোটা অঙ্কের সেই বাজি তারা জিতেছিলেনও।
২০২১ কোপা দেল রের ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত করে পুলিশ। ২০২১ এর ২ ডিসেম্বর আলভারেজ ক্লারো মিউনিসিপ্যাল স্টেডিয়ামে হুরকান মেলিলা-লেভান্তে ম্যাচ হয়েছিল। পঞ্চম বিভাগের দল মেলিলার বিপক্ষে ৮-০ গোলে জয় পায় লা-লিগার লেভান্তে। কোপা দেল রে কর্তৃপক্ষ জানায়, একটি অজ্ঞাতনামা সূত্র থেকে মেইলের মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগের তথ্য এসেছিল। এরপর লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস স্পেনের ন্যাশনাল পুলিশ সেন্টার পর ইন্টেগ্রিটি ইন স্পোর্টস অ্যান্ড গ্যাম্বলিংয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। যার প্রেক্ষিতে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।