সাড়ে ১১ হাজার টাকা টোল দিয়ে পদ্মা সেতু অতিক্রম প্রধানমন্ত্রীর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭

উদ্বোধনের আট মাসের মধ্যে ষষ্ঠ বারের মত পদ্মা সেতু অতিক্রম করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার বহরের ১২টি গাড়ির জন্য ১১ হাজার ৬৫০ টাকা টোল পরিশোধ করা হয়।


শনিবার সকালে প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় জনসভা করতে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।


পথে তার গাড়ি বহর সকাল ৮টা ৪২ মিনিটে মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে সেতু এলাকায় প্রবেশ করে বলে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন।


তিনি বলেন, পদ্মা সেতুর রূপকার প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪৩ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠেন। সকাল ৮টা ৫০ মিনিটে তিনি সেতু অতিক্রম করেন।


এর আগে প্রধানমন্ত্রী গত বছরের ২৫ জুন উদ্বোধনের পর প্রথম পদ্মা সেতু অতিক্রম করেন। এর ১০ দিনের মাথায় ৪ জুলাই ছেলে সজিব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ পদ্মা সেতু পাড়ি দেন তিনি।


পরে ৪৯ দিনের মাথায় ১২ আগস্ট ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ পদ্মা সেতু পার হন সরকার প্রধান।

গত ৭ অক্টোবর ১০৫ দিনের মাথায় বোন শেখ রেহানাকে সাথে নিয়ে চতুর্থবারের মত পদ্মা সেতু অতিক্রম করেছিলেন তিনি। চলতি বছরের ৬ জানুয়ারি ৫ম বারের মত সেতু অতিক্রম করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।


এখান থেকে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us