গাছ কাটার পাঁয়তারা বন্ধ করুন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০১

পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। পুরোনো আবাসভূমি ও জমিজমা টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। সিলেটের খাসিয়াপুঞ্জি কিছুদিন পরপর খবরের শিরোনাম হচ্ছে।


মৌলভীবাজারের কুলাউড়ার খাসিয়ারা নতুন করে জীবন ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন। সেখানে একটি চা-বাগানকে যেভাবে ভূমি ইজারা দেওয়া হয়েছে, তাতে খাসিয়াদের প্রথাগত জীবনধারা ও অস্তিত্বের বিষয়টি গুরুত্বই দেওয়া হয়নি।


পার্বত্য চট্টগ্রামে রবারবাগান আর সিলেটে চা-বাগান, ভূমি ইজারা দেওয়ার এমন নীতির কারণে উভয় অঞ্চলেই তৈরি হয়েছে এমন সংকট। এ নিয়ে নানা সময়ে প্রতিবাদ উঠলেও স্থানীয় প্রশাসন ও সরকারের নীতিনির্ধারকেরা বিষয়টিকে উপেক্ষা করে যাচ্ছেন।  


গত বৃহস্পতিবার কুলাউড়া পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশ করেছেন সেখানকার বিভিন্ন খাসিয়া ও গারোপুঞ্জির পাঁচ শতাধিক নারী-পুরুষ। সেই সমাবেশে সমর্থন ও সহযোগিতা করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ আদিবাসী ফোরাম, কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনসহ মোট ১২টি সংগঠন।


এই নাগরিক সমাবেশ থেকে আমরা জানতে পারছি, খাসিয়াদের স্বার্থকে ক্ষুণ্ন করে একটি চা-বাগানের পক্ষে ছয় শতাধিক একর ভূমির ইজারা নবায়ন করেছে সরকার। ওই ভূমির মধ্যে একটি খাসিয়াপুঞ্জিও পড়ে যায়। সেই পুঞ্জিতে ৭২টি খাসিয়া পরিবার থাকে। ১০০ বছরের বেশি সময় ধরে তারা সেখানে বসবাস করছে। এখন চা-বাগান কর্তৃপক্ষ চা-বাগান সম্প্রসারণের নামে ওই ভূমির দুই সহস্রাধিক গাছ কাটার পাঁয়তারা চালাচ্ছে। এতে হুমকির মুখে পড়বে খাসিয়াপুঞ্জিটিও।


খাসিয়ারা বন-প্রকৃতিকে ভালোবাসে। বন-প্রকৃতিকে ঘিরেই তাদের জীবন-জীবিকা। তারাই বন-প্রকৃতিকে মমতা ও ভালোবাসা দিয়ে যত্ন করে। কিন্তু কখনো সামাজিক বনায়ন, কখনো চা-বাগানের সম্প্রসারণের নামে সেই বন-প্রকৃতিতে বারবার আঘাত হানা হচ্ছে। এটি শুধু খাসিয়াদের ওপর নয়, আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরেও আঘাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us