যদি কিন্তুতে আটকে আছে পিএসজিতে লিওনেল মেসির ভবিষ্যৎ। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি, প্যারিসে আর থাকতে চাইছেন না আর্জেন্টাইন মহাতারকা। চলতি বছরের জুনে ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। এর মধ্যে নতুন করে চুক্তি নবায়ন হচ্ছে হচ্ছে করেও আর এগোচ্ছে না।
গুঞ্জন রয়েছে, পিএসজির প্রস্তাব পছন্দ হয়নি মেসির। আর তাই প্রথম দফায় দুই পক্ষের আলোচনাও ভেস্তে গেছে। পিএসজিতে মেসির ভবিষ্যৎ যতই অনিশ্চিত হচ্ছে, বিশ্বকাপজয়ীকে দলে ভেড়াতে ততই তৎপর অন্য ক্লাবগুলো। তার মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির নাম। রেসে আছে পুরনো ক্লাব বার্সেলোনাও
ইন্টার মিয়ামি
আর্জেন্টাইন মহাতারকাকে অনেকেই নিজেদের ক্লাবে পেতে চাইবে, তবে এক্ষেত্রে বড় ফ্যাক্টর টাকার অঙ্ক। যদিও তেমন কোনো সমস্যা নেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির। মেসির দলবদলের গুঞ্জনের মধ্যে সম্ভাব্য গন্তব্য হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে তাদের নাম। ডেভিড বেকহামের মালিকানাধীন মিয়ামি মেসিকে তাঁর আর্থিক চাহিদার পুরোটাই মেটাতে পারবে বলে আশ্বাস দিয়েছে বলেও খবর বেরিয়েছিল।