বই মেলায় প্রবেশে পুলিশের কড়াকড়ি, তল্লাশি

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৩

বই মেলায় বোমা হামলার হুমকি পাওয়ার পর দর্শনার্থীদের প্রবেশে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি মেলা প্রাঙ্গণ ও স্টলগুলোতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। যদিও পুলিশ বলছে এটা নিয়মিত কার্যক্রম।


আজ শুক্রবার দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘মেলায় সব সময় নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। আজ সকালে আমাদের সিটিটিসির সদস্যরা এখানে কাজ করেছেন। তাঁরা প্রতিদিনই এখানে নজরদারি করেন।’



এর আগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে বাংলা একাডেমির মহাপরিচালকের একটি চিঠি আসে গতকাল বৃহস্পতিবার। ওই চিঠিতে বলা হয়, ‘রাজধানীর দুটি আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ চলে, যা বন্ধ না করলে বই মেলায় বোমা হামলা চালানো হবে।’


চিঠিটি জঙ্গি সংগঠন দিয়েছে নাকি অন্য কেউ হোটেল দুটির নাম ব্যবহার করে শত্রুতা করে দিয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে হুমকিকে হুমকি হিসেবেই নিয়েছে পুলিশ ও র‍্যাব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us