বাসায় গোলাপ গাছ আছে? তাজা গোলাপের পাপড়ি দিয়ে নিজেই বানিয়ে ফেলতে পারেন গোলাপজল বা লিপবাম। জেনে নিন কীভাবে।
গোলাপজল
গোলাপ থেকে পাপড়ি খুলে ধুয়ে নিন। এরপর ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। পাপড়ি সাদাটে হয়ে গেলে ও পানি রঙিন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হলে ছেঁকে বোতলে রেখে দিন ঘরে তৈরি গোলাপজল।
লিপবাম
গোলাপের পাপড়ির সঙ্গে নারিকেল তেল মিশিয়ে ছেঁচে নিন। ডাবল বয়লার পদ্ধতিতে গরম করুন মিশ্রণটি। এরপর চেপে চেপে তেল বের করে লিপবামের বয়ামে করে ফ্রিজে রেখে দিন। ১ ঘন্টা পর বের করে নেড়ে মিশিয়ে আবারও ফ্রিজে রাখুন। জমে গেলে ঠোঁটের যত্নে ব্যবহার করুন লিপবাম।
ফেসপ্যাক
রোদে শুকিয়ে গুঁড়া করে নিন গোলাপের পাপড়ি। অ্যালোভেরা জেলের সঙ্গে গোলাপের পাপড়ির গুঁড়া মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।