ফিলিস্তিনে ইসরাইলি হামলা নিয়ে যা বলল তুরস্ক

যুগান্তর প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৩

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে ইসরাইলি দখলদার বাহিনীর বর্বর হামলার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বুধবার ইসরাইলি বাহিনীর নির্বিচার গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হয়েছেন।


তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘পশ্চিমতীরের নাবলুস শহরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে বেসামরিক ও নিরপরাধ লোকজন হতাহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’


তুর্কি সংবাদমাধ্যম ডেইলি হুরিয়াত জানিয়েছে, লিখিত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে- ‘এই অঞ্চলে অধিকতর সহিংসতা ঠেকাতে ইসরাইলি কর্তৃপক্ষকে অবিলম্বে এই উসকানি ও আগ্রাসন বন্ধ করতে হবে।’


এ ছাড়া ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার পর ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।


দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে ইসরাইল সরকারের এই ‘আগ্রাসী’ প্রবণতা নিয়ে তার সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us