পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে চীনের সতর্কতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি বেড়েছে। অনেকেই আশঙ্কা করছেন যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙিক্ষত ঘটনা। এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করলো চীন। দেশটি জানিয়েছে, রাশিয়া-ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা অবশ্যই উচিত নয়। খবর আল-জাজিরার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার কথা জানিয়েছ চীন জানায়, পারমাণবিক যুদ্ধ বা অস্ত্রের ব্যবহার করা অবশ্যই ঠিক নয়। পারমাণবিক অস্ত্রের ব্যবহার অথবা হুমকিরও বিরোধিতা করা উচিত বলেও জানায় তারা। আরও পড়ুন>ইউক্রেনকে আরও ২০০ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র বেসামরিক নাগরিকদের রক্ষার কথা জানিয়ে দেশটি আরও জানায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনেই দুই পক্ষের কার্যক্রম পরিচালনা করা উচিত।


বেসামরিক নাগরিকদের ওপর অথবা তাদের স্থাপনায় হামলা পরিহার করা উচিত বলেও জানায় চীন। মূলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর উপলক্ষে কিয়েভ ও মস্কোর যুদ্ধবিরতি চায় চীন। ইউক্রেনের সংকটকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করতে চায় তারা। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২টি পয়েন্টে শান্তি আলোচনার পরিকল্পনার কথা জানিয়েছে। আরও পড়ুন>ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার আহ্বান চীনের চীনের এই পরিকল্পনায় শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর স্থাপন নিয়ে কথা বলা হয়েছে। বৈশ্বিক খাদ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে শস্য রপ্তানি নিশ্চিত করার পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us