কমিটি নিয়ে দ্বন্দ্বে বিভক্ত হয়ে ঘুরপাক খাচ্ছে বরিশালে বিএনপির রাজনীতি। দ্বন্দ্বের জেরে দলটির কর্মসূচিতে প্রায়ই নিজেদের মধ্যে মারামারি, নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও টাকার বিনিময়ে নেতা বানানোর মতো অভিযোগ উঠছে। কেউ কেউ দলীয় কার্যালয়ে তালাও ঝুলিয়ে দিচ্ছেন। বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে বরিশালে এর বিরূপ প্রভাব পড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা অসহায়ত্ব প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকব, নাকি কোন্দল মেটাব—কিছুই বুঝতে পারছি না। দল ক্ষমতায় নেই তাতেই একে অপরের সঙ্গে হানাহানিতে লিপ্ত হচ্ছে। ক্ষমতায় গেলে না জানি কী হয়!’