সিএনজি চালকের লাথিতে রোগীর মৃত্যু, কারাগারে চালক

সমকাল প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৬

সিলেটের বটেশ্বর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকের লাথিতে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মৃত্যুর অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার চালককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


চালক আবদুল্লাহ আল মামুন দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।


শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, জালাল উদ্দীন (৪৮) ছিলেন ক্যান্সারে আক্রান্ত রোগী। বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে অটোরিকশাচালক মামুনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে চালক ক্ষুব্ধ হয়ে জালালকে লাথি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us