যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে অনুষ্ঠিত এক সেমিনারে গবেষণা সংস্থা স্টাডি সার্কেল বাংলাদেশের সর্বসাম্প্রতিক উন্নয়নের একটি পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ: অদম্য উন্নয়ন যাত্রা’ শীর্ষক ওই সেমিনারে এ পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ কর হয়।
সংস্থাটির চেয়ারপারসন সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে হাউজ অব লর্ডসের অ্যাটলি অ্যান্ড রিড রুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
সৈয়দ মোজ্জামেল আলী তার সূচনা বক্তব্যে পরিসংখ্যান প্রতিবেদনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের উদ্যোগে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হলেও এই অগ্রগতির খবর বাংলাদেশের বাইরে পৌঁছচ্ছে না।
প্রধান অতিথি ড. গওহর রিজভী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে ব্যতিক্রমীভাবে ভালো করছে।