সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে তলোয়ার হাতে রোনালদো

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩১

ফুটবলার হিসেবে তো বটেই, বিজ্ঞাপনের বাজারে ক্রিস্টিয়ানো রোনালদোর কদর সেরাদের কাতারে। তাই তো ফুটবলে বিপ্লব ঘটাতে তাকে ‘পোস্টার বয়’ হিসেবে সাজিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।


কয়েক মাসের মাথায় ক্লাবের পাশাপাশি দেশটিকেও যেন আপন করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার।


গত বছর থেকে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা দিবসে সরকারি ছুটি ঘোষণা করে সৌদি আরব। রোনালদোকে নিয়ে এমআরসুল পার্কে দিনটি ভিন্নভাবে উদযাপন করে আল নাসর।  


এদিন রোনালদোর হাজির হয়েছে পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রংয়ের জুব্বা। যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। জুব্বার উপর নেবি ব্লু ও সোনালী রংয়ে মোড়ানো ডাগলাহ পরেন এই পর্তুগিজ। এরপর তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচে অংশ নেন তিনি। তখন তার কাঁধে ছিল সৌদি আরবের পতাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us