মাথাব্যথার কারণ ও করণীয়

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১২

মাথাব্যথা হয়নি বা হয়না এমন লোক পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। মাথাব্যথা সাধারণ জ্বর/সর্দি থেকে শুরু করে হতে পারে ব্রেইন টিউমারের উপসর্গ।


যে ধরনের মাথাব্যথার রোগী বেশি দেখা যায় সেগুলো হলো-


* মাইগ্রেন


* টেনশন টাইপ মাথাব্যথা


* মাথায় কোনো ইনফেকশনের কারণে মাথাব্যথা যেমন—মেনিনজাইটিস, এনকেফালাইটিস


* ওষুধের মাত্রা বেশি হয়ে গেলেও মাথাব্যথা হতে পারে


* চোখ, নাক-কান-গলার সমস্যা থেকেও মাথাব্যথা হতে পারে।


মাইগ্রেন


পুরুষের চেয়ে নারীরা মাইগ্রেনে বেশি ভোগেন। সাধারণত ১৫-৪০ বছরে এটি বেশি দেখা যায়। মাইগ্রেনে মাথাব্যথার লক্ষণগুলো হলো—


* মাথার যেকোনো একপাশে ব্যথা হয়। একবার একপাশে ব্যথা হলে পরেরবার অন্য পাশেও হতে পারে।


* চার ঘণ্টা থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ব্যথা স্থায়ী হতে পারে


* মাথার দুই পাশের রক্তনালি বা রগ টন টন করছে বলে মনে হয়


* আলো বা শব্দে ব্যথার তীব্রতা বেড়ে যায়


* ব্যথা শুরুর আগে চোখের সামনে আলোর নাচানাচি, আঁকাবাঁকা লাইন ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে


* অন্ধকারে শুয়ে থাকলে ব্যথার তীব্রতা কমে


টেনশন টাইপ হেডেক


মাথার মাংসপেশির সংকোচনের কারণে এ মাথাব্যথা হয়। এ ধরনের মাথাব্যথার উপসর্গগুলো হলো—


* মাথাজুড়ে ব্যথা হয়


* মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হয়


* মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না


* এ ধরনের মাথাব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে


* দুশ্চিন্তা, পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এ ব্যথার সম্পর্ক আছে।


মেনিনজাইটিস, এনকেফালাইটিস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us