চ্যাটজিপিটির মাধ্যমে লেখা বইয়ের বিক্রি বেড়েছে অ্যামাজনে

ডেইলি স্টার প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০

সম্প্রতিকালে চ্যাটজিপিটির সাহায্যে বই লেখা ও অ্যামাজনের মতো প্ল্যাটফর্মে সেসব বই বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  ফেব্রয়ারির মাঝামাঝি পর্যন্ত অ্যামাজনের কিন্ডল স্টোরে দুইশরও বেশি বইয়ের লেখক হিসেবে চ্যাটজিপিটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব বইয়ের মধ্যে আছে 'হাউ টু রাইট অ্যান্ড ক্রিয়েট কনটেন্ট ইউজিং চ্যাটজিপিটি', 'দ্য পাওয়ার অব হোমওয়ার্ক', 'ইকোস অব দ্য ইউনিভার্স'। 


অ্যামাজনে চ্যাটজিপিটির লেখা বইয়ের সংখ্যা এত দ্রুত বাড়ছে যে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে 'চ্যাটজিপিটি ব্যবহার করে লেখা বই, পুরোপুরি চ্যাটজিপিটির সাহায্যে লেখা বই' নামে নতুন একটি সাব-ক্যাটাগরিও করে দিয়েছে। 


ব্রেট শিকলারের অনেকদিন ইচ্ছা ছিল তিনি একটি বই প্রকাশ করবেন। কিন্তু কখনো ভাবেননি এত দ্রুতই তার স্বপ্ন পূরণ হয়ে যাবে। চ্যাটজিপিটি ব্যবহার করে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি বাচ্চাদের জন্য একটি বই লিখতে সক্ষম হয়েছেন।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us