ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ইতোমধ্যে শেষ হয়েছে। তবে ফল প্রকাশ এখনো বাকি।
ভোট গ্রহণ এবং ফল প্রকাশের মধ্যে যে সময় রয়েছে, এই সময় রাজ্যজুড়ে নানা ধরনের প্ররোচনা দেওয়া হচ্ছে। প্ররোচনার জেরে খোয়াই জেলায় দিলীপ শুক্লদাস নামে এক কর্মী খুন হয়েছে বলে দাবি সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদ জিতেন্দ্র চৌধুরীর।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, প্ররোচনাকারীরা বিভিন্ন ব্যক্তির নামে বিমানের ভুয়ো টিকিট কেটে, এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছে।