মাধ্যমিকের জন্য বিশেষ বাস, ট্রাম ও ট্রেন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯

আগামিকাল, বৃহস্পতিবার শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এ বার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য পরীক্ষার দিনগুলিতে কলকাতার একাধিক রুটে বিশেষ বাস এবং ট্রাম চালাবে রাজ্য পরিবহণ নিগম। এ ছাড়া, পরীক্ষার আগে-পরে অতিরিক্ত কয়েকটি স্টেশনে থামবে শিয়ালদহ ডিভিশনের একাধিক লোকাল ট্রেন। গড়িয়াহাট থেকে এসপ্লানেড এবং টালিগঞ্জ থেকে বালিগঞ্জের মধ্যে মিলবে ট্রাম পরিষেবাও।


মাধ্যমিক চলাকালীন শহরের যে সব রুটে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস চলবে, তার মধ্যে রয়েছে গড়িয়া, যাদবপুর, সরশুনা, ঠাকুরপুকুর এবং ব্যারাকপুর থেকে হাওড়া স্টেশন, নিউ টাউন এবং ঠাকুরপুকুর থেকে শিয়ালদহ, দক্ষিণেশ্বর থেকে বালিগঞ্জ, দমদম বিমানবন্দর থেকে এসপ্লানেড, ডানলপ থেকে বালিগঞ্জ, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, কাঁকুড়গাছি থেকে বেহালা এবং চেতলা থেকে পাইকপাড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us