মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। গ্রুপপর্বের চার ম্যাচেই হেরে ফিরছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে আরেকটি বিশ্বআসরে শূন্য হাতে গ্রুপপর্ব থেকে বিদায়ের অভিজ্ঞতা হল টিম টাইগ্রেসের।
মঙ্গলবার রাতে টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১১৩ রান তুলতে পারে বাংলাদেশ। ছোট লক্ষ্যে নেমে ১৭.৫ ওভারে সাউথ আফ্রিকা জয় নিশ্চিত করে দুই ওপেনারের অনবদ্য জুটিতে। ১০ উইকেটের বড় জয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। কেপটাউনে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি টাইগ্রেস বাহিনীর। ৭ রানেই ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন (০)।