খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক বুকের তাজা রক্ত ঢেলে দেন। তাঁদের ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বধিকার এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপন হয়েছিল। তাই বঙালি জাতীকে ফিরে যেতে হবে সেই শিকড়ের সন্ধানে। তবেই স্বাধীনতার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারব।’
আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।