কাজে গতি এলেও ‘বড় গবেষণাটি নিখোঁজ’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০০

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বিশ্বমানের সেবা দেওয়ার উদ্দেশ্যে ২০১০ সালে গড়ে তোলা হয় গবেষণা প্রতিষ্ঠানটি। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার একযুগ পরেও বড় পরিকাঠামো ও জনবল কাঠামো নিয়েও গবেষণার ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না।


এমনকি ২০১৩ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর ভাষার ওপর ‘নৃ-ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা’ চালানো হয়। প্রায় চার বছর ধরে চলা বড় এই সমীক্ষার ফলাফল প্রকাশ হয়নি এখনও। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, ‘মুজিববর্ষে গবেষণামূলক কাজে গতি এসেছে। নেওয়া হয়েছে নতুন কিছু উদ্যোগও।’ ‘সেটা যথেষ্ট নয়’, তা স্বীকার করে নিয়েই কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও বলেছেন তারা। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ‘২১ ফেব্রুয়ারি’-কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। ১৯৯৯ সালের ৭ ডিসেম্বর এক জনসভায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us