ভারতের উৎসবে যাচ্ছে ‘সাঁতাও’

কালের কণ্ঠ প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯

খন্দকার সুমন পরিচালিত গণ-অর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’ আন্তর্জাতিক চলচ্চিত্র ফেস্টিভ্যাল অব ত্রিশূল (ইন্ডিয়া)তে মনোনীত হয়েছে। আগামী ৩ থেকে ১০ মার্চ ভারতের কেরল প্রদেশের ত্রিশূল শহরে অনুষ্ঠিত হবে উৎসবের ১৮ তম এই আসর।


আসরের ‘ফ্রিপ্রেসি ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’-এর ‘বেস্ট ডেব্যু ইন্টারনাশনাল’ বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নাযর গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে ‘সাঁতাও’।

চলচ্চিত্রটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন খন্দকার সুমন।


সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মো. হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।


উৎসবের একই বিভাগে বাংলাদেশের নূর ইমরান মিঠু পরিচালিত ‘পাতালঘর’ সিনেমাটিও মনোনীত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us