নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে ৮ ব্যাংক

আজকের পত্রিকা প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫১

খেলাপি ঋণের চাপে ঝুঁকিতে রয়েছে ব্যাংকিং খাত। ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) ঘাটতি দেখা দিয়েছে বিদায়ী বছরের ডিসেম্বর প্রান্তিকে। আর প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে আটটি ব্যাংক। এ তালিকায় রয়েছে চারটি রাষ্ট্রায়ত্ত, একটি বিশেষায়িত ও তিনটি বেসরকারি খাতের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি রয়েছে সেখানে আমানতের নিরাপত্তা কম। এ জন্য খেলাপি ঋণ, পুনঃ তফসিল, প্রভিশন ঘাটতি সমস্যার সমাধানে একটি ব্যাংকিং কমিশন গঠন করা উচিত।


বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর শেষে ৮ ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির পরিমাণ ১৯ হাজার ৪৬ কোটি টাকা ছাড়িয়েছে। গত সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি ছিল ১৯ হাজার ৮৩৩ কোটি টাকা। কিছু কিছু ব্যাংক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করায় পুরো ব্যাংকিং খাতের ঘাটতি দাঁড়িয়েছে ১১ হাজার ৯ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে সরকারি বেসিক ব্যাংকের। জুন থেকে ডিসেম্বর সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৫৯ লাখ টাকা। এর পরই রয়েছে অগ্রণী ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৪ হাজার ৪২২ কোটি ১৫ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের ২ হাজার ৮১৪ কোটি ৬১ লাখ টাকা প্রভিশন ঘাটতি আছে। এ ছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩৪৩ কোটি ৭২ লাখ টাকা।


বেসরকারি ব্যাংকের মধ্যে নানা সমস্যায় জর্জরিত ন্যাশনাল ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি। বেসরকারি খাতের এ ব্যাংকটির প্রভিশন ঘাটতি ৬ হাজার ৬১৭ কোটি ৭১ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭১ কোটি ১৬ লাখ টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৩৯ কোটি ৪৭ লাখ টাকা। এ ছাড়া বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ঘাটতির পরিমাণ ৩ কোটি ৩৬ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us