তুরস্কে ৬ ফেব্রুয়ারির পর আবারও স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৮টা ৪ মিনিটে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
গতকালের এই ভূমিকম্প অনুভূত হয়েছে লেবানন ও মিসরে। এ ভূমিকম্পের প্রভাব পড়েছে সিরিয়াতেও। সিরিয়া ও তুরস্ক মিলিয়ে গতকালের ভূমিকম্পে কমপক্ষে ৬৮০ জন আহত হয়েছেন। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। তুরস্কে যাঁরা মারা গেছেন, তাঁরা হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগির বাসিন্দা।
ভূমিকম্পের পর তুরস্ক সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। তিনি জানান, তুরস্কে সোমবারের ভূমিকম্পে আহত হয়েছেন ২১৩ জন।
গৃহযুদ্ধের সময় থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গতকালের ভূমিকম্পের পর দেশটিতে ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।