ভয়েসে গ্রামীণফোন, ডাউনলোড গতিতে শীর্ষে বাংলালিংক

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২২

বৈশ্বিকভাবেই মোবাইল ফোন নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেন সিগন্যাল। গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্যনির্ভর বিশ্লেষণের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি।


সম্প্রতি, প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে। যেখানে ‘ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স’ শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন। গ্লোবাল রাইজিং স্টারস হিসেবে স্বীকৃতিও পেয়েছে তারা। গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বছরপ্রতি উন্নতি করেছে–এ ক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২ দশমিক ৭ শতাংশ। 


অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮ দশমিক ৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন (৭২ দশমিক ১ শতাংশ)।
আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের অবস্থান হচ্ছে, যথাক্রমে—গ্রামীণফোন (৭২ দশমিক ৩ শতাংশ), রবি (৬০ দশমিক ৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯ দশমিক ৫ শতাংশ)। ফোরজি/ফাইভজি শ্রেণিতে মোস্ট পার্সেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক (৭ দশমিক ৫ শতাংশ) এগিয়ে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us