ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ১০, সিকদার মেডিক্যালে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৯

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি আবাসিক ভবনে রবিবার রাতের অগ্নিকাণ্ডে আহত ১৬ জনকে ভর্তি করা হয়েছিল গুলশানের ইউনাইটেড হাসপাতালে। এদের মধ্যে চার জন শিশু ছিল বলে জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ। চার জন শিশুর তিন জনকে সোমবার সকালে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং একজন এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। আর এখনও পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


ইউনাইটেড হাসপাতাল জানায়, আহত মুসা সিকদার এবং রওশন আলী নামের দুই ব্যক্তিকে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। এই দুই ব্যক্তি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।


এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন সাত জন এবং একজন করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। পাশাপাশি দুই জন স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে গেছেন।


হাসপাতালের পাবলিক রিলেশন্স অ্যান্ড ইভেন্টস বিভাগের ম্যানেজার আরিফুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ভর্তি রোগীদের অবস্থা উন্নতির দিকে।


পাশাপাশি অগ্নি দুর্ঘটনায় ১৫-২০ জনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল গুলশানের জেড এইচ শিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার মধ্যে একজন রবিবার মধ্যরাতে মারা যান। মৃত ব্যক্তির নাম রাজীব বায়েজিদ রাজু। তার বয়স ছিল ৩৮। তিনি ওই বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে বাবুর্চির কাজ করতেন। রাতে তাকে আইসিউতে ভর্তি করা হয় এবং রাত আনুমানিক ৩ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির ম্যানেজার মোস্তাকিম বাদশা। আগুন থেকে বাঁচতে রাজু বিল্ডিং থেকে লাফ দেন। তাতে তার পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us