আটকে যাওয়া নভোচারী উদ্ধারে নতুন রকেট পাঠাচ্ছে রাশিয়া

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

মহাকাশ স্টেশনে আটকে থাকা তিন নভোচারী পুনরুদ্ধারে নতুন সয়ুজ রকেট পাঠানোর তারিখ নির্ধারণ করেছে রাশিয়া।


ডিসেম্বরে এই তিন নভোচারীর ভূপৃষ্ঠে ফেরার জন্য নির্ধারিত সয়ুজ নভোযানটি ধ্বংস হয়ে যায়। শনিবার দেশটির মহাকাশ সংস্থা ‘রসকসমস’ জানায়, তারা ২৪ ফেব্রুয়ারি ‘এমএস-২৩’ নামে পরিচিত মহাকাশযান উৎক্ষেপণের লক্ষ্যস্থির করেছে।


যাত্রীবিহীন এই নভোযান ফেরার সময় রাশিয়ার দিমিত্রি পেলেতিন ও সার্গেই প্রকপিয়েভের সঙ্গে নাসার নভোচারী ফ্রাংক রুবিওকেও মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট এনগ্যাজেট।


পেলেতিন, প্রকপিয়েভ ও রুবিও মহাকাশ স্টেশনে গিয়েছেন সেপ্টেম্বরে। আর একই সয়ুজ স্পেসক্রাফট গিয়ে তাদের নিয়ে আমার কথা ছিল। তবে এই সপ্তাহান্তে গত অক্টোবর থেকে মহাকাশ স্টেশনে অবস্থান করা ‘প্রগ্রেস ৮২’ নামের ওই নভোযানের কুল্যান্ট ফুটো হয়ে যাওয়ার পর গত সোমবার মিশনটি পিছিয়ে দেয় রসকসমস।


ডিসেম্বরে মহাকাশযানটি ফুটো হতে শুরু করে যার কারণ হিসেবে উল্কার আঘাতকে ধরে নিয়েছিল রাশিয়ার কর্তৃপক্ষ। এর একমাস পর রসকসমস ঘোষণা দেয়, নভোচারীদের পুনরুদ্ধারের জন্য তারা দ্বিতীয় সয়ুজ নভোযান পাঠাবে। এই ঘটনার সময় বিবেচনায় অনেকে সন্দেহ প্রকাশ করেছে যে, মহাকাশের কোনো পাথর নয়, বরং ফুটা হওয়ার কারণ হতে পারে যানটি তৈরির সময় থেকে যাওয়া কোনো ত্রুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us