ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট একটি গ্রামে জন্ম কঙ্গনা রানাউতের। একবুক স্বপ্ন নিয়ে চলে আসেন মুম্বাইয়ে। সোনালি স্বপ্ন বুনে রুপালি পর্দার নায়িকা হতে চান। কিন্তু পায়ের তলার মাটি ছিল খুব নরম কেননা তিনি বলিউডের অন্দরের কেউ নন। পরবর্তীতে নিজ যোগ্যতায় নিজেকে বলিউড ‘কুইন’ হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস সেই ছোটবেলা থেকেই। এজন্য স্কুল কামাই করে চলে যেতেন স্টুডিওতে। ইদানীং বেশ কিছু ওয়েবসাইটে কঙ্গনার ছোটবেলার ছবি ঘুরছে। যেখানে নীলসাদা স্কুলের পোশাকে পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে ছোট্ট কঙ্গনা।
ছবিটি নিজের টুইটারে শেয়ার করে কঙ্গনা ছোটবেলার স্মৃতি রোমন্থন করেন। সেখানেই জানান, ছোটবেলার স্কুল কামাই করে তিনি ছবি তুলতে যেতেন। কঙ্গনা টুইট করে লেখেন, ‘আমি স্কুলে না গিয়ে আমাদের গ্রামে ছোট্ট স্টুডিওতে যেতাম ছবি তুলতে। শর্মা কাকু আমার ছবি তুলতেন। এবং নিজের দোকানে বড় করে বাঁধিয়ে রাখতেন।’