স্বর্ণজয়ী ইমরানুরকে ৫ লাখ টাকা দিচ্ছে এনআরবিসি ব্যাংক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৭

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ইমরানুর রহমানকে পাঁচ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক। এছাড়া দেশের খেলাধুলার উন্নয়নে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনকেও পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ইমরানুর রহমানকে অভিনন্দন জানিয়ে এই আর্থিক পুরষ্কার দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।


সোমবার (২০ ফেব্রুয়ারি) ব্যাংকটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ১১ ফেব্রুয়ারি কাজাখস্তানে ৬০ মিটারে জিতেছেন সোনা। এরপর ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে কোনো বাংলাদেশি অ্যাথলেটের নাম। এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশন প্রকাশিত ৬০ মিটার স্প্রিন্টের র্যাঙ্কিংয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন ইমরানুর। ধারাবাহিক সাফল্যের জেরে ইমরানুর রহমানকে এনআরবিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষভাবে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।


ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ব্যাংকের পক্ষ শুভেচ্ছা সামগ্রী তুলে দেন এবং আর্থিক অনুদান ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us