জাভি হার্নান্দেজ যেন ভবিষ্যৎ নিয়েই ভাবতে পছন্দ করেন। গতকাল লা-লিগার ম্যাচ জিতলেও জাভির চিন্তা এই সপ্তাহের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ নিয়ে। কারণ, ইউরোপা লিগে ইউনাইটেডের বিপক্ষেই যে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বার্সা।
ক্যাম্প ন্যুতে গতকাল লা-লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল কাদিজ। কাদিজকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। কাতালানদের গোল দুটি করেছেন সার্জি রবার্তো ও রবার্ট লেভানডফস্কি। যেখানে লেভানডফস্কি ১৫ গোল করে লা-লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। তবে জাভির দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট ও ক্লান্তি নিয়ে। লেভানডফস্কিকে ৭৪ মিনিটের সময় তুলে নিয়েছেন। সঙ্গে পেদ্রির চোট তো রয়েছেই। আর বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ইউনাইটেডের বিপক্ষে খেলবে কাতালানরা। ইউরোপা লিগের ম্যাচের কথা ভেবে গতকাল বার্সা কোচ বলেন, ‘ফ্রেঙ্কি ডি ইয়ং ও রবার্ট লেভানডফস্কি অনেকক্ষণ খেলেছে। তাই তাদের আমি উঠিয়ে নিয়েছি। তাছাড়া এর আগে পেদ্রি চোটে পড়েছে। আমরা আর বেশি চোট নিয়ে এগোতে চাই না। আগামীকাল থেকে আমরা বৃহস্পতিবারের ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’