কালো সোনার ডিম, ৪টির দাম ৪৩ লাখ টাকা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে চারটি কালো সোনা উদ্ধার করেছে ভারতের কেরালার কোচির শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)। যা হুবহু কালো রঙের ডিমের মতোই দেখতে। অথচ সেগুলোই নাকি সোনার বিশেষ এক যৌগিক অবস্থা। আর ওইভাবেই সেগুলো একটি ক্যাপসুলের মাধ্যমে শারজাহ থেকে বিমানে এসে পৌঁছেছিল কেরালার কোচি বিমানবন্দরে। যা শুল্ক দফতর বাজেয়াপ্ত করেছে।


রোববার (১৯ ফেব্রুয়ারি) শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) সোনাগুলো বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করেছে। এআইইউ জানিয়েছে, ওই ৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। যার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us