শিশু প্রহরে বরাবরের মত শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বইমেলার শিশুচত্বর। জনপ্রিয় চরিত্র হালুম, সিকু আর টুকটুকিদের সঙ্গে নেচে-গেয়ে সময় কাটিয়েছে তারা। পরে বাবা-মায়ের হাত ধরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই সংগ্রহ করতে দেখা যায় তাদের।
মেলা ঘুরে দেখা গেল, এবার বিজ্ঞান, সায়েন্স ফিকশন, থ্রিলার ও রূপকথার বই আগ্রহ জাগাচ্ছে শিশু-কিশোরদের।
দোকানিরা জানান, শিশুদের পছন্দের বইয়ের তালিকায় রূপকথার পাশাপাশি ভূতের গল্পের বই বেশি প্রাধান্য পাচ্ছে। অপরদিকে বিজ্ঞান, বৈজ্ঞানিক কল্পকাহিনী (সায়েন্স ফিকশন), থ্রিলার বইয়ে আগ্রহ বেশি কিশোরদের।
উত্তরার মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারহান কৌশিক বইমেলা থেকে কিনেছেন ‘সেরা বিজ্ঞানের সেরা আবিষ্কার’।
কথায় কথায় সে জানাল, বড় হয়ে সে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে চায়। পাঠ্যবইয়ের বাইরে গল্পের ছলে বিজ্ঞান শিখতে তার অনেক ভালো লাগে।
তার মা ফাইজা সুলতানা বলেন,“ শিশুদের চিন্তা শক্তি বিকাশ করতে পাঠ্যবইয়ের বাইরেও কিছু বই পড়তে দেওয়া উচিত। বিশেষ করে বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, এমন বই তাদের হাতে তুলে দিলে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে।”
ফার্মগেটে অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী আশফাকুল তাহমিদ কিনেছেন সায়েন্স ফিকশন বই ‘প্ল্যান চ্যাট’।