নতুন আয়োজনে আসছে গাজী মাজহারুল আনোয়ারের গান

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪

শ্রোতা কিংবা সংগীতশিল্পীদের কাছে যদি বাংলা গানের একজন গীতিকবির নাম জানতে চাওয়া হয়, তাহলে অধিকাংশই বলবেন গাজী মাজহারুল আনোয়ারের নাম। কেননা এই ভূমিকায় তার ধারেকাছেও যে কেউ নেই! ২০ হাজারের বেশি গান লিখে গেছেন তিনি। এর মধ্যে নন্দিত ও কালের সীমানাজয়ী গানের তালিকাও বেশ লম্বা।


তার সৃষ্ট অমর কিছু গান নিয়েই সাজানো হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’র নতুন সিজন। ফিউশনধর্মী এই অনুষ্ঠানের নতুন সিজনের প্রচার শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। এবার মোট আটটি গান প্রকাশ হবে। যেগুলো গেয়েছেন এ প্রজন্মের শিল্পীরা।


বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনকে বিস্তারিত জানালেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা, গায়িকা দিঠি আনোয়ার। তিনি বলেন, “ওরা (আইপিডিসি) এতদিন ফোক গান নিয়ে কাজ করেছে। এবারের সিজনটি আব্বুর গানের ওপর করছে। আটটি গানকে নতুনভাবে সংগীতায়োজন করে, এই প্রজন্মের শিল্পীদের দিয়ে গাওয়ানো হয়েছে। ওদের মূল নাম ‘আইপিডিডিসি আমাদের গান’ তো থাকছে, সঙ্গে থাকবে ‘ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us