নতুন ম্যাকে উইন্ডোজ ১১ চালানোর সুযোগ দেবে মাইক্রোসফট

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২

‘এআরএম’ ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর নতুন এক উপায় ব্যবহারের অনুমোদন দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।


মাইক্রোসফটের সাপোর্ট পেইজের নতুন প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ‘প্যারালালস’-এর তৈরি ‘ডেস্কটপ ১৮’ সফটওয়্যার ব্যবহার করে ‘এম১’ ও ‘এম২’ চিপ ভিত্তিক বিভিন্ন ম্যাক ডিভাইসে ‘উইন্ডোজ ১১ প্রো’ ও ‘এন্টারপ্রাইস’ নামের অপারেটিং সিস্টেমের এআরএম সংস্করণ ব্যবহারের ‘অনুমোদন’ দিয়েছে।


ইনটেল চিপ নির্ভর ম্যাক অপারেটিং সিস্টেমে উইন্ডোজ পিসি উপযোগী সফটওয়্যার ইনস্টল পদ্ধতি প্রবর্তণের জন্য পরিচিত সফটওয়্যার কোম্পানি ‘প্যারালালস’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us