হাতের কাছেই নান্দনিক বাংলা ফন্ট

প্রথম আলো প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩২

কম্পিউটারে বাংলা লেখার শুরুটা বেশ আগে হলেও, ইন্টারনেটে, স্মার্টফোনে বাংলা লেখার সুবিধা পাওয়া গেছে ইউনিকোড–সমর্থিত বাংলা ফন্ট আসার পর থেকে। এখন অনেক ডিজিটাল যন্ত্রেই বাংলা লেখা যায়। তবে বাংলা ফন্টের বৈচিত্র্য ছিল কম। পোস্টার, ডিজিটাল ব্যানার ইত্যাদির চাহিদা বাড়ায় নান্দনিক বাংলা হরফের চাহিদা বাড়তে থাকে গ্রাফিক ডিজাইনারদের কাছে। এখন অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট আছে, যেগুলোতে অর্থের বিনিময়ে বা বিনা মূল্যে নানা রকম বাংলা ফন্ট পাওয়া যাচ্ছে।


আনুষ্ঠানিক বা ব্যক্তিগত লেখা থেকে শুরু করে প্রকাশনার কাজে বেশি ব্যবহৃত ফন্ট হচ্ছে বিজয়ের সুতন্বী এমজে। সহজলভ৵তার কারণে এটি বেশি জনপ্রিয়। একাডেমিক বইপত্র, গল্প, উপন্যাস কিংবা কবিতার বইয়েও এই ফন্ট বা এর কাছাকাছি নকশার ফন্টের ব্যবহার হয় বেশি। সুতন্বীর পাশাপাশি অনেক সময় চন্দ্রাবতী এমজে, আড়িয়াল খান এমজে, বুড়িগঙ্গাসুশ্রী এমজে, ব্রহ্মপুত্র এমজে ফন্টের ব্যবহারও দেখা যায়। তবে সরাসরি অনলাইনে এসবের ব্যবহার কম। মুদ্রণের ক্ষেত্রে এসব ফন্ট বেশি ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে মুদ্রণ ও ডিজিটাল—দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়, এমন ফন্টের চাহিদা বাড়ছে, িবশেষ করে ইউনিকোড ফন্টের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us