স্মার্টফোন এখন জীবনের এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। নিয়মিত স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফোন চুরি যাওয়ার ঘটনা। তবে ফোন চুরি হলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য ভুল হাতে চলে যাওয়ার সম্ভাবনাও থাকে। তবে চুরি যাওয়া ফোন খুঁজে পাওয়ার ক্ষেত্রে যেকোনো স্মার্টফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। তাই ফোন চুরি গেলে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে তা খুঁজে পাওয়া সম্ভব। তবে এজন্য নিজের অ্যান্ড্রয়েড ফোনে Google অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন না থাকলে তা ট্র্যাক করা সম্ভব নয়। তাই নিজের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগইন না থাকলে তা নতুন অ্যাকাউন্ট তৈরি করে এখনই লগ ইন করুন।Find My Device থেকে ফোন ট্র্যাক করবেন যেভাবে
কম্পিউটার অথবা মোবাইল থেকে Find My Device ওয়েবসাইট (https://www.google.com/android/find) ওপেন করুন। এখানে নিজের গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন, লগইনের পর আপনার ফোনের লোকেশন দেখাবে এই ওয়েবসাইট। চাইলে এই ওয়েবসাইট থেকে ফোনের সব ডেটা ডিলিট করে দিতে পারবেন এবং নতুন পাসওয়ার্ডের মাধ্যমে ফোন লকও করা যাবে।