পঞ্চগড়ের বোদা উপজেলায় পরকীয়া করতে এসে ধরা পড়েছেন শেখ রেজওয়ান আহম্মেদ (৩৫) নামের এক পুলিশ সদস্য। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে বোদা উপজেলার গরুহাটি এলাকায় এক গৃহবধূর বাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে থানায় খবর দেয়।
বিকেলে তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে পাঠানো হয়। বোদা থানায় কর্মরত রেজওয়ানের বাড়ি নীলফামারী জেলা সদরে। তার বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। তবে পরকীয়া প্রেমিকার পরিবারের পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বিয়ের কথা বলে ওই গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কনেস্টবল রেজোয়ান।