নদী–খাল–বিলের শ্রেণি পরিবর্তন করে দেশজুড়ে একের পর এক দখলবাজির চিত্র আমরা দেখছি। স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেরাই এর সঙ্গে জড়িয়ে পড়ছে।
সেগুলোকে পুকুর বানিয়ে ইজারা দেওয়ার ঘটনাও ঘটেছে। এ যদি হয় বাস্তবতা, স্থানীয় প্রভাবশালীরা কেন বসে থাকবে? যে যেভাবে পারছে, যুক্ত হয়ে পড়ছে নদী–খাল দখলবাজির সঙ্গে। যেমনটি দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়ণপুর মৌজায়। সেখানে স্থানীয় দুজন প্রভাবশালীর কারণে গোটা একটি খালই অস্তিত্ব হারিয়েছে। এর ফলে শত শত বিঘা জমির পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ভুক্তভোগী কৃষকেরা ওই প্রভাবশালীদের কাছে রীতিমতো জিম্মি হয়ে পড়েছেন। ক্ষমতাচর্চা এভাবেই বিষিয়ে তুলছে প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোকে।