সাল ১৯৬৪। ঠান্ডা যুদ্ধের সময়। আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক তলানিতে। অন্য দিকে ১৯৬২ সালের ইন্দো-চিন যুদ্ধের পর প্রতিবেশী দেশ চিনকে নিয়ে তখন চিন্তিত ভারত।
এমন সময় ১৯৬৪ সালে জিনজিয়াং প্রদেশের লপ নূর হ্রদে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে চিন। চিন্তায় পড়ে ভারত এবং আমেরিকা।
তখন পেন্টাগন সিদ্ধান্ত নেয়, বেজিংয়ের সমস্ত পারমাণবিক কার্যকলাপের ওপর নজরদারি চালানো হবে। সেই মতো একটি যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু রহস্যজনক ভাবে তা হারিয়ে যায় নন্দাদেবী পর্বতের অতল বরফে।