শের-ই বাংলার সবুজ আঙিনা তখন রুপ নিয়েছে উৎসবের মঞ্চে। পরিবার-পরিজন নিয়ে হাসিমুখে সেলফি তুলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। কেউ কেউ কথা বলছেন সংবাদমাধ্যমের সঙ্গে। ট্রফি নিয়ে সাফল্য উদযাপনে শামিল হন তখন নাফিসা কামালও। তবে এসবের মধ্যেই দলের চেয়ারপার্সন শুরু করেন পরের আসরের দল গোছানোর কাজ!
ফাইনাল জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে সংবাদ সম্মেলনে আসা কুমিল্লার নিয়মিত ঘটনা। ব্যতিক্রম ঘটেনি বৃহস্পতিবার সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চতুর্থ শিরোপা জয়ের পরও। অধিনায়ক ইমরুল কায়েস ও প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আসেন নাফিসাও।