পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রী হত্যার অভিযোগ, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৬

স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ মুরশিদা বেগমকে (২৫) হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী শাহিদুল ইসলাম।


এর আগে বুধবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের জন্তিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ছয়েফ উদ্দিন ও শাহারা খাতুন। তারা দুজন নিহতের শ্বশুর-শাশুড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে শাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় মুরশিদা বেগমের। তাদের আট মাস বয়সী সোবহানা নামে এক মেয়ে সন্তান রয়েছে।


এরমধ্যে শাহিদুল ইসলাম তার প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পরেন। এরপর থেকে সংসারে কলহ শুরু হয়। প্রায় এ নিয়ে স্ত্রী মুরশিদাকে শারীরিক নির্যাতন করতেন শাহিদুল। বুধবার সন্ধ্যায় কোনো এক সময় গলায় শ্বাসরোধ করে মুরশিদাকে হত্যা করা হয়। নিহতের বাবা মোশারফ হোসেন বলেন, শাহিদুল পরকীয়ায় জড়ানোর পর থেকে মেয়েকে অকারণে মারপিট করতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us