চীনে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চলতি বছর ৩০ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় নতুন করে দেশটির গ্রিডে যুক্ত হতে পারে ৯৫-১২০ গিগাওয়াট সক্ষমতা। এর মধ্য দিয়ে বার্ষিক সক্ষমতা রেকর্ড স্পর্শ করবে। চীনের সৌরবিদ্যুৎ উৎপাদন অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দেশটির ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশনের (এনইএ) দেয়া তথ্যানুযায়ী, ২০২২ সালে বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ২০২১ সালের তুলনায় বেড়েছে ২১ শতাংশ। চলতি বছর উৎপাদন আরো বাড়বে।
চীন বিশ্বের শীর্ষ সৌরপণ্য ও সৌরবিদ্যুৎ উৎপাদক দেশ। গত বছর নতুন কিছু প্লান্টের মাধ্যমে দেশটির গ্রিডে ৮৭ দশমিক ৪১ গিগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত হয়। এর মধ্য দিয়ে মোট সক্ষমতা দাঁড়িয়েছে ৩৯২ দশমিক ৬১ গিগাওয়াটে।