বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো বহিঃশক্তির আক্রমণ হলে, তার উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে উপযুক্তভাবে গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, "বহিঃশক্তির যেকোনো আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত সক্ষম করে গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।"
বৃহস্পতিবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দশম টাইগার্স রিইউনিয়নের ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি বলেন, বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না।
"আমরা বঙ্গবন্ধুর 'সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়' পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী," যোগ করেন প্রধানমন্ত্রী।