নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই শ্রেণিকক্ষে পাঠদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।
দীপু মনি বলেন, “নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে; এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত।
“প্রথমে বিদ্যুৎ সঙ্কটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম, পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ।”
বর্তমানে কারিগরি বিভাগে শিক্ষক সঙ্কট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, কারিগরি বিভাগে গত চার বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়; কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী সেই পদ পূরণ হয়।