ত্রিপুরায় ফের ক্ষমতায় বিজেপি, আসন শূন্য তৃণমূল!

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২২

ত্রিপুরায় ফের ক্ষমতায় আসছে বিজেপি! আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহণের আগে হেডলাইন ত্রিপুরা ও জন কি বাত জনমত জরিপে বলা হয়েছে, বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় ফিরে আসবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। কিন্তু এই আগাম সমীক্ষা রিপোর্ট প্রকাশ নিয়ে দেখা দিয়েছে বির্তক।


এই সমীক্ষাকে ভিত্তিহীন বলেছে কংগ্রেস। শুধু তাই নয়, এই ফল প্রকাশ করে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করে তারা থানায় অভিযোগ দায়ের করেছে।হেডলাইন ত্রিপুরা ও জন কি বাতের এই আগাম ভোটের ফলের সমীক্ষা ত্রিপুরার ৬০টি বিধানসভার জন্য সব কয়টি জেলা থেকে ১০ হাজার জনের সঙ্গে কথা বলে করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এবং এই সমীক্ষার তথ্য অনুসারে স্পষ্টভাবেই এবার ত্রিপুরায় ফের বিজেপি ক্ষমতায় আসার জন্য ম্যাজিক ফিগার অতিক্রম করবে এবং রাজ্যে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করবে।অপর দিকে, সরকার গঠনের আশা ছেড়ে সিপিএম-কংগ্রেস জোট দ্বিতীয় স্থানে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us