মাদকদ্রব্য খুঁজে বের করতে বহু দেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুকুর ব্যবহার করে থাকে। কিন্তু চীনের পুলিশ মাদকদ্রব্য খুঁজে বের করতে এবার কুকুর নয়, বরং কাঠবিড়ালি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে পুলিশের একটি ইউনিট সম্প্রতি ছয়টি কাঠবিড়ালিকে মাদকদ্রব্য নির্মূল অভিযানে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের।
ইউনিটটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে ইউরেশিয়ান প্রজাতির লাল কাঠবিড়ালিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশটির মাদক নির্মূলে প্রাণী হিসেবে কুকুর বাদেও অন্য প্রাণী ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটির পরীক্ষামূলক পর্যায় হিসেবে এ কাজ করা হচ্ছে।
চীনের চংকুইনজ শহরের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের রক্ষণাবেক্ষণকারী পুলিশ সদস্য ইন জিনকে কাঠবিড়ালিগুলোকেও প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। ইন জিন জানান, মাদকদ্রব্য শনাক্ত করতে যে অনুশীলন করানো হচ্ছে, সেখানে কাঠবিড়ালিগুলো খুবই ভালো করছে। তবে এদেরকে মাঠ পর্যায়ে মাদক নির্মূলে কাজের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে আরও বেশ কিছুদিন সময় লাগবে।