‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ও ‘হার্ট অ্যাটাক’য়ের মধ্যে পার্থক্য রয়েছে।
যে কারও হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। যাকে বলা হয় ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’। আর দ্রুত চিকিৎসা দিতে না পারলে মৃত্যু নিশ্চিত।
তবে ‘হার্ট অ্যাটাক’ আর ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ এক নয়।
যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক জানাচ্ছে, “হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত প্রবাহ আটকে যাওয়াকে ‘হার্ট অ্যাটাক’ বলে। তবে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ রক্ত প্রবাহ বন্ধ না হওয়া থেকেও হতে পারে। আর হার্ট অ্যাটাকের কারণে হৃদযন্ত্রের বৈদ্যুতিক প্রক্রিয়ার পরিবর্তন থেকেও ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ হতে পারে।”