২০২৩ সালে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার আনতে তিউনিসিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং তিউনিসিয়ার কেমিক্যাল গ্রুপের (জিসিটি) মধ্যে এই চুক্তি সই হয়।
চুক্তিতে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম স্বাক্ষর করেন। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিসিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে। তিউনিসিয়ার টিএসপি সারের মান অনেক ভালো এবং কৃষকের কাছে বেশ জনপ্রিয়।