ত্রিপুরায় ইভিএম নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটগ্রহণ কর্মীরা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৪

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ত্রিপুরায় অনুষ্ঠিত হবে বিধানসভা ভোট। তাই বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ কাজের সঙ্গে যুক্ত কর্মীরা ইভিএমসহ ভোটগ্রহণের অন্যান্য সামগ্রী নিয়ে নিজ নিজ বুথের দিকে রওনা হয়েছেন।  


তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এগুলো সংগ্রহ করে বুথের দিকে রওনা দিচ্ছেন। পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার মোট আটটি বিধানসভা কেন্দ্রের ইভিএমসহ ভোটের অন্যান্য সামগ্রীগুলো সরবরাহ করা হচ্ছে উমাকান্ত একাডেমি থেকে।


সদর মহকুমার মহকুমা শাসক এবং রিটার্নিং অফিসার অরূপ দেব সংবাদমাধ্যমকে জানান, ভোটকর্মীরা ইভিএমসহ অন্যান্য সামগ্রী নিয়ে নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রে যাচ্ছেন। তাদের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তাকর্মীয় রয়েছেন। বুথ লেভেল অফিসার (বিএলও) তাদের সহায়তা করবেন। যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে তৎক্ষণাৎ এই সমস্যাগুলো সমাধান করা হবে। এদিনের গোটা প্রক্রিয়া কোনো ধরনের সমস্যা ছাড়াই সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us