দাতব্য প্রতিষ্ঠানে গত বছর প্রায় ২০০ কোটি (১ দশমিক ৯৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের শেয়ার দান করেছেন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নথি থেকে এমন তথ্য জানা গেছে। খবর রয়টার্স ও বিবিসির।
নথিতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১ কোটি ১৬ লাখ (১১ দশমিক ৬ মিলিয়ন) শেয়ার দান করেছিলেন। তবে অনুদানের এই অর্থ (শেয়ার) কোনো একটি বা একাধিক প্রতিষ্ঠান পেয়েছে কি না, তা নথিতে উল্লেখ করা হয়নি। প্রাপকদের মধ্যে কারও নামও সেখানে বলা হয়নি।